মাদরাসা অফিস
মাদরাসার কর্ণার
গেইটের সম্মূখভাগ
মাদরাসার সম্মূখভাগ
মাদরাসায় সর্বোচ্চ দানকারীকে সংবর্ধনা
Previous
Next

ঘোষণা

মাদরাসার সার-সংক্ষেপ

আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন ওয়াসসালাতু আস সালামু আ’লা রসূলিহিন নাবিয়্যিল কারিম। ওয়াআ’লা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান্নাছি আজমাঈন।

এলাকার সন্তানদের কুরআন তথা দ্বীনি-নৈতিক শিক্ষার আদলে আধুনিক শিক্ষায় শৈশব থেকে গড়ে তোলার উদ্দেশ্যে মাদারীপুর জেলা সদরের পশ্চিম হাজরাপুর নিবাসী ইসলামী চেতনাধারী মরহুম আবুল হাসেম সরদার তাঁর আবাসিক বাড়ি সংলগ্ন একটি অলাভজনক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “দারুল ফুরকান মাদরাসা” প্রতিষ্ঠা করেন। তাঁর জীবদ্দসায় তিনি মাদরাসার শিক্ষা কার্যক্রম চালু করে যেতে পারেন নি কিন্তু এলাকার খোদাভীরু ইসলামী আদর্শবান ব্যাক্তিগণের নেক দৃষ্টিতে আর্থিক দান ও পরিশ্রমের দ্বারা মাদরাসাটি এগিয়ে চলছে। আপনাদের যাকাত-ফিতরা ও সাধারণ আর্থিক সকল দান শরীয়ত সম্মতভাবে উক্ত মাদরাসার এতিম-অসহায় শিক্ষার্থীদের শিক্ষাদানে ব্যয় হবে। আল্লাহ এই মাদরাসার শিক্ষার্থীদের কল্যাণকর সুশিক্ষা অর্জন করার তৌফিক দান করুক, মাদরাসার জন্য শ্রম ও আর্থিক দানকারীগণের দানকে কবুল করুক এবং সদকাতুল জ্বারীয়া সওয়াব পাওয়ার সুযোগ করে দিন। আমীন!!!

সভাপতির বাণী

মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। পশ্চিম হাজরাপুরের বাসিন্দা মরহুম আবুল হাসেম সরদার ছিলেন দুনিয়ার লোভ-লালোসাহীন একজন ইসলামী চেতনা ধারণকারী মানুষ। আমার দেখা ও জানামতে তাঁর প্রত্যেক কাজের পূর্বে চাওয়া  ছিলো আল্লাহপাক রাজি-খুশি কিনা। তিনি রাসূল (স) এর আদর্শ মেনে জীবন পরিচালিত করতেন। এলাকার মুসলমানদের মাঝে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে অনেক বছর আগে তাঁর সন্তানের পরিচালনায় বাড়িতে মকতব চালুছিল তখন লোকেরা কুরআন শিক্ষার পাশাপাশি হাদিস এমনকি বিভিন্ন মাসয়ালা জানার সুযোগ পেতেন। পরবর্তীতে তিনি এক মাদরাসা প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে জমি দান করেন। জীবিত অবস্থায় তিনি তা পুরোপুরি চালু করার সুযোগ না পেলেও আমাদের প্রচেষ্টায় উক্ত “দারুল ফুরকান মাদরাসা’ এর নূরাণী বিভাগ চালু করা হলো। সকলের সার্বিক  সহযোগীতা কামনা করছি।

মুহতামিমের মন্তব্য

সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামীনের দরবারে যিনি আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। মাদারীপুর সদরে চরমুগরিয়া বন্দরের পার্শ্ববর্তী গ্রাম পশ্চিম হাজরাপুরে একটা ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান “দারুল ফুরকান মাদরাসা”। এই প্রতিষ্ঠানে ধর্মীয় প্রধান্যতায় আধুনিক শিক্ষার সমন্বয়ে  শিক্ষার্থীকে শারীরিক শাস্তি ছাড়া আদর-যত্ন সহকারে শিক্ষাদান করানোর পাশাপাশি ক্বেরাত, ইসলামী সংগীত, চিত্রাংকন চর্চাসহ হাতের লেখা সুন্দরের উপর বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। আন্তর্জাতিক মানদন্ডে নূরাণী ট্রেনিংপ্রাপ্ত অভিজ্ঞ হাফেজ শিক্ষক দ্বারা পাঠদান করানো হয়। শৈশব থেকে শিক্ষার্থীদের শেখায় মনোযোগী ও সৌহার্দ্যপূর্ণ আচার-ব্যবহার শেখানোসহ দ্বীনি আমলের উপর গুরুত্বারোপ করা হয়।  ক্লাসেই শিক্ষার্থীদের পাঠ সম্পন্ন করানো হয় তাই শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না। নূরাণী পদ্ধতিতে অভিজ্ঞতা ভিত্তিক যোগ্যতায় পাঠদান করানো হয়। 

শিক্ষার্থীদের তথ্য

ফেসবুক পেজ

ইউটিউব চ্যানেল